21 C
আবহাওয়া
৯:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » হজে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

বিএনএ ডেস্ক: হজ পালন করতে সৌদি আরবে গিয়ে আরও তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন, রফিকুল ইসলাম (৪৭), ফাতেমা বেগম (৬০) ও আব্দুল গফুর মিয়া (৬২)।

শুক্রবার (১ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে এ তথ্য জানানো হয়। ধর্ম মন্ত্রণালের তথ্য অনুযায়ী রফিকুল ও ফাতেমা বৃহস্পতিবার এবং আব্দুল গফুর গত ২৮ জুন মারা যান। তবে তাদের মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।

মারা যাওয়া রফিকুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখান্দে, তার হজ আইডি নম্বর ০৫৭৬০৯৯ ও পাসপোর্ট নম্বর বিটি০৪৮৫৪৩৩। ফাতেমা বেগমের বাসা রাজধানীর বাড্ডার সাতারকুলে। তার হজ আইডি নম্বর ০৭৭৩০৫১ ও পাসপোর্ট নম্বর ইই০৩৮২৮৪৩। এবং টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা আব্দুল গফুর মিয়ার হজ আইডি নম্বর ০৭৭৩০৮০ ও পাসপোর্ট নম্বর বিওয়াই০০৬২২০২।

সবশেষ তিনজন নিয়ে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৯ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন নারী।

হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ৪৮ হাজার ১৭১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৭৮৬ জন। চলতি বছর প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজ পালনের সুযোগ পেয়েছেন।

বিএনএন/এ আর

Loading


শিরোনাম বিএনএ