বিএনএ, ঢাকা : রাজধানীর ইডেন মহিলা কলেজের গেটের পাশের ফুটপাত থেকে তোয়ালে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) তারেক আজিজ জানান, পলাশীর মোড় থেকে আজিমপুরের দিকে যেতে ইডেন মহিলা কলেজের কলেজের গেটের পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। কন্যা শিশুর মরদেহ তোয়ালে মোড়ানো ছিল। রাতেই হয় জন্মগ্রহণ করেছিল এ শিশু। স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান তারেক আজিজ।
বিএনএনিউজ/ এইচ.এম।