18 C
আবহাওয়া
১২:১৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

বিএনএ, সিলেট: সিলেট নগরীর ধোপাদিঘীর পাড় এলাকায় ওসমানী শিশুপার্কের সামনে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত গোবিন্দ দাস (৩৩) সুনামগঞ্জের শাল্লা উপজেলার গৌরাদ্দ দাসের ছেলে। তিনি সিলেট নগরীর আখালিয়া নয়াবাজারের রাংকুর কলোনিতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ জুন) ভোর ৫টার দিকে গোবিন্দ দাস নিজ বাসা থেকে সোবহানীঘাট কাঁচাবাজারের পাইকারি আড়ত থেকে ভ্যানে প্রতিদিনের মতো সবজি কিনতে যাচ্ছিলেন।

নগরীর ধোপাদিঘীর পাড় শিশুপার্কের সামনে যাওয়া মাত্র ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মরদেহ বর্তমানে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ