24 C
আবহাওয়া
২:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মহেশখালীতে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

মহেশখালীতে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

মহেশখালীতে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

বিএনএ. কক্সবাজার: কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকালে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাহারা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চালকের নাম নুরুল হাশেম (৩৮)। তিনি একই উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের গুলগুলিয়া পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল আটটার দিকে বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার থেকে এক নারী যাত্রী নিয়ে অটোরিকশা চালিয়ে পানিরছড়া যাচ্ছিলেন নুরুল হাশেম। যাওয়ার পথে হঠাৎ সামনে পড়া মাদ্রাসার এক ছাত্রকে রক্ষা করতে গিয়ে মাহারা পাড়া সেতুর ওপর অটোরিকশাটি উল্টে যায়।

এতে অটোচালক নুরুল হাশেম ও যাত্রী সালমা খাতুন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল হাশেমকে মৃত ঘোষণা করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত সালমা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় অটোচালক নুরুল হাশেম মারা গেছেন। সালমা খাতুন নামের এক যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/ফরিদুল আলম শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ