19 C
আবহাওয়া
১২:৩৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » কুসিক নির্বাচনঃ প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা

কুসিক নির্বাচনঃ প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা


বিএনএ, কুমিল্লা : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচরণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। গরম বেশি পরলেও প্রচারণায় বিরতি নেই মেয়র-কাউন্সিলর প্রার্থীদের।

নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন নৌকা  প্রার্থী আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থী ঘড়ি প্রতীক মনিরুল হক সাক্কু, ঘোড়া প্রতীক নিজাম উদ্দিন কায়সার। প্রার্থীদের ব্যাপক গণসংযোগ ও প্রচারণার চিত্র ভোটারদের উৎসাহিত করছেন। প্রচারণার ফাঁকে ফাঁকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উঠান বৈঠক করছেন।

প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত প্রচারণায় আসেন। বুধবার সকালে নগরীর বিভিন্ন স্থানে প্রচারণা ও উঠান বৈঠক করেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা যোগ দেয়।

এদিকে সাবেক মেয়র স্বতন্ত্রপ্রার্থী মনিরুল হক সাক্কু সকালে নেতাকর্মীদের নিয়ে নগরীর কান্দিরপাড় এলাকায় বিভিন্ন মার্কেটে প্রচারণা চালান। আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার জরিমানার মধ্য দিয়ে ঘোড়া প্রতীক নিয়ে নগরীতে প্রচারণা শুরু করেন। এ ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা প্রচার-প্রচারণা ব্যস্ত সময় পার করছেন বলে জানা যায়।

বিএনএনিউজ/আব্দুল্লাহ আল মানছুর/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ