28 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » স্বামীর সঙ্গে অভিমানে গায়ে আগুন, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

স্বামীর সঙ্গে অভিমানে গায়ে আগুন, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

সোনারগাঁওয়ে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ৪

বিএনএ, ঢাকা : রাজধানীর শাহজাহানপুরে দাম্পত্য কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া মিম  আক্তার (১৮) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।বুধবার (১ জুন) ভোর ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

গত শনিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শাহজাহানপুরে গুলবাগের বাগিচা এলাকার ৩৪৫ নাম্বার বাসায় স্বামীর সঙ্গে অভিমানে শরীরে কেরোসিন ঢেলে আগুন দেন মিম। এরপর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

মিম আক্তারের মা পারভিন আক্তারের অভিযোগ, মিমের স্বামী রামিমের ওই এলাকায় একটি ফ্লেক্সিলোডের দোকান রয়েছে। সেখানেই ব্যবসার নামে অন্য নারীদের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো।  পরে স্বামীর সঙ্গে অভিমানে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় মিম। বছর দুই আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়েছিল।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার মাছিমপুরে। মিম ও তার স্বামী বর্তমানে শাহজাহানপুরের বাগিচা এলাকার ৩৪৫ নাম্বার বাসায় থাকতো। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে মিম ছিল সবার বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মিমের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। মিমের স্বামী বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছে।  মরদেহ  ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ