26 C
আবহাওয়া
৭:২৩ অপরাহ্ণ - মে ১, ২০২৫
Bnanews24.com
Home » পাখি ধরতে গিয়ে পাহাড়ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

পাখি ধরতে গিয়ে পাহাড়ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কেইপিজেড শিল্পকারখানার এরিয়ায় পাখি ধরতে গিয়ে পাহাড় ধসে স্থানীয় দুই শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। আহত দুই শিশুকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ মে)  সকাল ১০টায় কেইপিজেডের পুরাতন ইটের টিলা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু হয়।

এঘটনায় নিহতরা হলেন, উপজেলার বৈরাগ ০৮নং ওয়ার্ডের মাওলানা নুরুজ্জামানের বাড়ির রহিমের ছেলে রোহান (১২), এমরানের ছেলে মিজবাহ (১২) এবং আহতরা হলেন, একই এলাকার মুসতাকের ছেলে সিয়াম (১১) ও হাশেমের ছেলে সিফাত (১২)।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, সকালে ৪জনকে আনা হলে পরীক্ষা নিরিক্ষার পর দু’জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই এসময় বাকি দু’জনকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

এঘটনায় উদ্ধারকারী মো. রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাপা পড়া পাহাড় থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক রোহান ও মিজবাহকে মৃত্যু ঘোষণা করে বাকি দু’জনকে চমেক হাসপাতালে রেফার করে।

এবিষয়ে কেইপিজেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান বলেন, আমাদের কোরিয়ান কেইপিজেড এলাকায় খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুনেছি পাখি ধরতে গিয়ে এই দুর্ঘটনা হয়। প্রশাসন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবে। এখানে আমাদের কোন কাজ নাই। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে কেইপিজেড কতৃপক্ষ নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবে। ইতিমধ্যে আমরা সেই নির্দেশনা দিয়েছি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন বলেন, পাহাড়ে পাখি ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে বিষয়টি আমরা তদন্ত করে দেখতেছি।

বিএনএনিউজ/ নাবিদ

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ