29 C
আবহাওয়া
৫:১৪ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেন জুড়ে ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেন জুড়ে ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলা


বিএনএ, বিশ্বডেস্ক : তিনদিনে দ্বিতীয়বার ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। সোমবার (১ মে) ভোরে এ হামলা চালানো হয়।

রুশ ক্ষেপণাস্ত্র হামলার প্রধান টার্গেট ছিল মধ্যাঞ্চলীয় শহর দেনিপ্রোর কাছের ছোট একটি শহর পাভলোরার্ড।

ক্ষেপণাস্ত্রের আঘাতে পাভলোরার্ডের কিছু গুদামের ব্যাপক ক্ষতি হয়েছে। গুদামে কী ছিল তা পরিষ্কার নয়।

ঐ হামলার কয়েক ঘণ্টা পরই রাজধানী কিয়েভসহ ইউক্রেন জুড়ে এয়ার রেইড সাইরেন বেজে ওঠে।

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে তারা দেশের বিভিন্ন জায়গায় রাশিয়ার ছোড়া ১৮টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ১৫টি আকাশে থাকতেই গুলি করে ধ্বংস করে দিয়েছে।

তবে রণাঙ্গন থেকে ৭০ মাইল দূরে পাভরোহার্ড শহরের দিকে টার্গেট করে ছোঁড়া রুশ ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা সম্ভব হয়নি বলে মনে হচ্ছে।

সোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গেছে ক্ষেপণাস্ত্র আঘাত করার পর বিশাল এলাকা জুড়ে আগুন জ্বলছে।

উল্লেখ্য যে শনিবার ক্রাইমিয়ার সেভাস্তোপোল বন্দরে রুশ নৌবাহিনীর জন্য জ্বালানি সংরক্ষণের ডিপোতে ড্রোন হামলার পরদিনই ইউক্রেনের রেল অবকাঠামো এবং জ্বালানি তেলের ডিপো টার্গেট করে এই হামলা চালানো হলো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ