21 C
আবহাওয়া
১১:৩৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩


বিএনএ, সিরাজগঞ্জ: ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

সোমবার (১ মে) বিকেলে সাড়ে ৫টায় সলঙ্গার ঘুরকা ইউনিয়নের জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই অ্যাম্বুলেন্সের যাত্রী।

নিহতরা হলেন- পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার লক্ষ্মীরহাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), তার ভাই মোস্তাফিজুর রহমানের স্ত্রী রানু আক্তার (২২) ও একই এলাকার আব্দুল বাতেন (৪০)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রংপুরের তারাগঞ্জ উপজেলার অ্যাম্বুলেন্স চালক লাল মিয়া (৪৫)।

সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রংপুর থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে ঘুড়কা জোড়া ব্রিজ এলাকায় বগুড়াগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুইজন। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পরে আরেকজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ