বিএনএ, ঢাকা: রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহীন (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি প্লাস্টিক কারখানার মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন। সোমবার (১ মে) বিকেল পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. শাহ আলম জানান, তার ৪ ছেলের মধ্যে শাহীন ছিল সবার বড়। সে লালবাগের শহীদনগরে প্লাস্টিকের পাইপ তৈরি করার একটি কারখানায় অপারেটর হিসেবে চাকরি করতো। আজ দুপুরের দিকে ওই কারখানায় মেশিন চালাতে গেলে হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। সহকর্মীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমরা কামরাঙ্গীরচর থানা এলাকায় ভাড়া থাকি। আমাদের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন থানার বরকান্দা গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
বিএনএনিউজ/বিএম