বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পৃথক ঘটনায় দুইজন অস্ত্র মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১ মে) সকালে গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) শামসুল আলম খান।
এর আগে রোববার রাতে কাটাখালী ও কাঞ্জরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম জানান, কক্সবাজার সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাটাখালী ও কাঞ্জরপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এসময় দীর্ঘ চার বছর আত্মগোপনে থাকা অস্ত্র মামলার পলাতক আসামী আলী আকবর ও দীর্ঘ ১০ বছর অস্ত্র মামলার পলাতক আসামী জয়নাল আবেদিনকে গ্রেফতার করা হয়।
শামসুল আরো জানান, আলী আকবর ২০১৯ সালে একটি অস্ত্র মামলার সাথে জড়িত বলে স্বীকার করেন। পরে গ্রেফতার এড়াতে চার বছর ধরে বিভিন্ন জায়গায় নিজেকে আত্মগোপনে রাখে। অপর আসামী জয়নাল আবেদীন সেও ২০১৩ সালে একটি অস্ত্র মামলার সাথে জড়িত বলে স্বীকার করেন। পরে গ্রেফতার এড়াতে দীর্ঘ দশ বছর নিজেকে আত্মগোপনে রেখেছিল।
বিএনএনিউজ/শাহীন,বিএম