20 C
আবহাওয়া
১০:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে আজ শোডাউন করবে আওয়ামী লীগ

রাজধানীতে আজ শোডাউন করবে আওয়ামী লীগ

আওয়ামী লীগ

বিএনএ ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে আজ সোমবার রাজধানীতে বড় ধরনের শোডাউন করবে আওয়ামী লীগ। বিএনপির চলমান আন্দোলনের বিপরীতে ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের ব্যানারে এ শোডাউন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীনরা।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিকেল ৪টায় হবে জাতীয় শ্রমিক লীগের সমাবেশ ও আলোচনা সভা। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও দল ও শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি শ্রমিক সংগঠনের ব্যানারে কর্মসূচি দিলেও গত কয়েক মাসের আন্দোলনের মতো এ থেকে সংঘাত-সংঘর্ষ ও নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ জন্য শ্রমিক লীগ বিশাল সমাবেশের মাধ্যমে রাজপথ দখলে রাখবে।

বিএনপি ও তার মিত্রদের চলমান কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগ গত বছর ডিসেম্বর থেকে সারাদেশে শান্তি সমাবেশ করে আসছে। তবে রমজান আসায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে রাজনৈতিক কর্মসূচির বদলে দুস্থদের মধ্যে ইফতারি এবং ত্রাণসামগ্রী বিতরণ করে। এর পর ঈদুল ফিতর সামনে রেখে প্রধানমন্ত্রীর পক্ষে সারাদেশে ঈদ উপহার দেয় আওয়ামী লীগ ও এর সব সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠন। অবশ্য রোজার মাসেও বিএনপির কর্মসূচি এবং তা থেকে দু-একটি জায়গায় সহিংসতার ঘটনা ঘটায় ‘সতর্ক বার্তা’ হিসেবে এক দফা শান্তি সমাবেশ করেছিল আওয়ামী লীগ।

এদিকে, আজকের সমাবেশে ঢাকা মহানগরীর সব থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিতে আওয়ামী লীগের নীতিনির্ধারকরা নির্দেশনা দিয়েছেন। সমাবেশকে বিশাল জনসমাগমে পরিণত করা হবে। এ জন্য ঢাকা মহানগরীর সরকারি দলের সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। এ নিয়ে গত কয়েক দিনে জাতীয় শ্রমিক লীগের পাশাপাশি আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের থানা এবং ওয়ার্ডে বিশেষ বর্ধিত সভা ছাড়াও কর্মিসভা করা হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ