বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের গোলাবর্ষণে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে দুই রুশ নিহত হয়েছেন। ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ২৫ জন নিহত হওয়ার পরদিন রাশিয়ার গ্রামে হামলায় প্রাণহানির খবর এল।
ওই অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার বোগোমাজের বরাতে রাশিয়ার বার্তা সংস্থা তাস এই তথ্য নিশ্চিত করেছে।
আলেক্সান্ডার বোগোমাজ বলেন, রাশিয়া–ইউক্রেনের সীমান্তবর্তী সুজেমকা গ্রামে এই হামলা হয়।
এক টেলিগ্রাম বার্তায় তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে ইউক্রেনের হামলায় দুজন সাধারণ মানুষ নিহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। আরও দুটি ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে জরুরি সেবাদাতা সংস্থাগুলোর কাজ চলছে।
এর আগে শনিবার রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপের প্রধান বন্দরনগরী সেভাস্তোপলে একটি জ্বালানি সংরক্ষণাগারে সন্দেহভাজন ড্রোন হামলা হয়। এতে সেখানে আগুন লাগে।
বিএনএনিউজ/এইচ.এম।