32 C
আবহাওয়া
৯:১০ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ

কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ


বিএনএ, কেরানীগঞ্জ : ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিম ও দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজানের নেতৃত্বে পুলিশের একটি কেরানীগঞ্জের বেগুনবাড়ি, চরকুতুব ও গোলামবাজার এলকায় ছোট বড় ১৫টি টং ঘর উচ্ছেদ করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিম এ তথ্য জানান।

তিনি বলেন, শুভাঢ্যা খালে পানির প্রবাহ নেই। তবে সরকার শুভাঢ্যা খালটি খননের জন্যে উদ্যোগ নিয়েছে। এই খালের দুই পাশে ৫৯ টি অবৈধ স্থাপনা রয়েছে। যারা অবৈধ স্থাপনা তৈরি করেছে তাদেরকে নোটিশ দেয়া হয়েছে।

বিএননিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ