28 C
আবহাওয়া
২:০৬ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ৪৮ ঘণ্টা গ্যাস সংকট থাকবে ঢাকায়!

৪৮ ঘণ্টা গ্যাস সংকট থাকবে ঢাকায়!

বাসাবাড়িতে গ্যাস

বিএনএ ডেস্ক, ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যে আগামী ৩ মে (মঙ্গলবার) থেকে ৫ মে (বৃহস্পতিবার) পর্যন্ত ঢাকার পশ্চিমাংশে গ্যাসের সংকট থাকতে পারে। একদিকে গাবতলী সেতুর ওপারে গ্যাস থাকবে বন্ধ, অন্যদিকে রাজধানীর ধানমন্ডি, মিরপুরসহ কিছু এলাকায় গ্যাসের স্বল্পতা থাকতে পারে।

তিতাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্যাসের সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩ মে রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একই সময়ে গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে বলে তিতাস জানায়। ৫ মে (বৃহস্পতিবার) রাত ১০টার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানা গেছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ