বিএনএ, বিশ্বডেস্ক : জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর ছাড়পত্র পেয়েছে মডার্নার টিকা। শুক্রবার দুনিয়ার যে কোনও দেশে জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য ভ্যাকসিনটি তালিকাভুক্ত করা হয়। এর ফলে চাইলে যে কোনও দেশই যে কোনও সময় ভ্যাকসিনটি ব্যবহার করতে পারবে।
এ নিয়ে এ পর্যন্ত মোট পাঁচটি কোভিড টিকাকে জরুরি ব্যবহারের তালিকাভুক্ত করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের বিশেষজ্ঞ কমিটি দেখেছে মডার্না-র কোভিড টিকার কার্যকারিতা ৯৪ দশমিক ১ শতাংশ। তাই এটি জরুরি ব্যবহারের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স উদ্যোগের আওতায় দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহের কাজ অপেক্ষাকৃত সহজ হবে। এর আগে চলতি সপ্তাহে মর্ডানা জানিয়েছে ২০২২ সাল নাগাদ তিনশ কোটি ডোজ টিকা উৎপাদন করবে তারা।
ইতোপূর্বে ডব্লিউএইচও কর্তৃক জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া টিকাগুলো হচ্ছে ফাইজার-বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন।
বিএনএনিউজ/এইচ.এম।