বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঈদের দিন নতুন শাড়ি পরে রান্না করার সময় চুলার আগুনে পুড়ে উর্মি আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকালে উপজেলার হাইলধর ইউনিয়নের ১ নং খাসখামা ওয়ার্ডের দেয়াঙ আলী চৌধুরী বাড়ির নিজের ঘরে রান্না করার সময় আগুনে দগ্ধ হন তিনি।
জানা যায়, নিহত গৃহবধূ উর্মি আক্তার ওই বাড়ির রাজমিস্ত্রী বাঁচা মিয়ার স্ত্রী এবং চাতরী ইউনিয়নের ডুমুরিয়া রুদুরা গ্রামের মো. সেলিমের মেয়ে। বছর দেড়েক আগে তাদের বিয়ে হয়। তবে কোনো সন্তান নেই।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, সকালে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে রাত ১০টার দিকে মৃত্যু হয়। মরদেহ বাবার বাড়ি ডুমুরিয়ায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিএনএনিউজ/ নাবিদ