বিএনএ, বিশ্বডেস্ক : পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণায় একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে চার শিশুসহ প্রাণ হারিয়েছেন একই পরিবারের সাতজন। এখনও নিখোঁজ ৪ জন।
সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন লাগোয়া পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের ৩ নং ঘেরিতে বাজি বানানোর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। l
নিহতরা হলেন, প্রভাতী বণিক (৮০), সান্ত্বনা বণিক (২৮), অর্ণব বণিক (৯), অস্মিতা বণিক (৬ মাস), অঙ্কিত বণিক (৬ মাস), অরবিন্দ বণিক (৬৫) ও অনুস্কা বণিক (৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আচমকা বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। খানিক পরে একটি বাড়িতে আগুন দেখতে পান গ্রামবাসীরা। গোটা এলাকায় ঢেকে যায় ধোঁয়ায়।
জানা গেছে, বাসন্তী পূজোর জন্য বাড়িটির একটি ঘরে বেআইনীভাবে বাজি তৈরি করা হচ্ছিল। তখনই বিস্ফোরণে গোটা বাড়িটিতে আগুন লেগে যায়। বিস্ফোরণের আওয়াজ পেয়েই ছুটে যান স্থানীয় বাসিন্দারা।প্রাথমিকভাবে তারাই আগুন নেভানোর কাজে হাত দেন। পরে পুলিশী সাহায্যে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা।
নিখোঁজ চারজনের বিষয়ে পুলিশ প্রশাসনের ধারণা, হয় তাঁরা পালিয়েছে অথবা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী।
বিএনএনিউজ/এইচ.এম।