বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েলের উগ্র-কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পদত্যাগ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারে জোটগত বিরোধের মধ্যেই নিজের পদ ছাড়লেন তিনি।
খবরে বলা হচ্ছে, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগের ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডানপন্থী জোটের মধ্যে উত্তেজনা আরও তীব্র হলো। এ জোট ভেঙে গেলে তেলআবিবে রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা করা হচ্ছে। ফলে আগাম নির্বাচন হলে প্রধানমন্ত্রীর পদ হারাতে পারেন নেতানিয়াহুও।
স্মোট্রিচ পদত্যাগ করে নেসেটে ফিরে এসেছেন। এবার তিনি তার নেতৃত্বাধীন অতি-ডানপন্থী ধর্মীয় জায়োনিজম পার্টির সাধারণ আইনপ্রণেতা হিসেবে কাজ করবেন।
জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের সাথে নেসেট সদস্য জভি সুক্কোতকে পুনর্বহাল করার বিষয়ে বিরোধের মধ্যে এই পদত্যাগপত্র প্রকাশিত হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।