বিএনএ, ঢাকা: ঢাকার ধামরাইয়ের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১১টা থেকে সোমবার (১ এপ্রিল) দুপুর পর্যন্ত বিভিন্ন সময় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন নুরুল ইসলাম নান্নু (৬২), তার স্ত্রী সুফিয়া বেগম (৪৫) ও তাদের ছেলে সোহাগ (১৯)।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় দগ্ধ নুরুল ইসলামের মেয়ে সাথী আক্তার এখনো চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।
ডা.তরিকুল ইসলাম বলেন, গত ২৬ মার্চ রাত সাড়ে ৩টার দিকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের চারজন। পরদিন সকালে উদ্ধার করে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে রোববার রাত সাড়ে ১১টায় মারা যান নুরুল ইসলাম নান্নু। সোমবার ভোর পৌনে ৪টার দিকে তা স্ত্রী সুফিয়া বেগম এবং দুপুরে মারা যান তাদের ছেলে সোহাগ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিএনএ/ আজিজুল, এমএফ/এইচমুন্নী