22 C
আবহাওয়া
৩:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » হজের বিমান ভাড়া কমাতে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেবে হাব

হজের বিমান ভাড়া কমাতে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেবে হাব

হজ

বিএনএ: হজ যাত্রীদের সুবিধার্তে বিমান ভাড়া কমাতে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেবে হজ এজেন্সি এসোসিয়েশনের বাংলাদেশ-হাব। শনিবার (১ এপ্রিল) এ কথা জানিয়েছেন হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম।

তিনি বলেন, শুরু থেকেই টেকনিক্যাল কমিটি দিয়ে বিমান ভাড়া ঠিক করার পক্ষে মত দিয়ে আসছে হাব। হজ প্যাকেজের বাড়তি দামের করণে বেশ কয়েকবার নিবন্ধনের মেয়াদ বাড়ানো হলেও কাঙ্খিত সাড়া মিলছে না।

হাব সভাপতি বলেন, বাড়তি খরচের কারণে অনেকে এ বছর হজ পালনে নিরুৎসাহিত হচ্ছেন। ফলে কোটা পূরণ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন হয়েছে এক লাখ ১৮ হাজারের কিছু বেশি। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী এবছর হজে যেতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। ফলে এখনো প্রায় ১০ হাজার জনের নিবন্ধনের সুযোগ রয়েছে।

এ বছর হজ নিবন্ধন শুরু হয় ৮ ফেব্রুয়ারি। কাঙ্ক্ষিত কোটা পূরণ না হওয়ায় সাতবার সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

এই খরচ গত বছরের চেয়ে দেড় থেকে দুই লাখ টাকা বেশি। চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ হতে পারে ২৭ জুন।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ