21 C
আবহাওয়া
১১:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নেত্রকোণা সীমান্তে বিজিবি-চোরাকারবারী সংঘর্ষে নিহত ১

নেত্রকোণা সীমান্তে বিজিবি-চোরাকারবারী সংঘর্ষে নিহত ১

চোরাকারবারীদের হামলা

বিএনএ: নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বারোমারি সীমান্তের লক্ষ্মীপুর গ্রামে বিজিবি’র ওপর চোরাকারবারীদের হামলার অভিযোগ ওঠেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে আমিনুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, শুক্রবার (৩১ মার্চ) রাতে সীমান্তের লক্ষ্মীপুর গ্রামে সুপারি পাচারের সংবাদ পেয়ে বিজিবি’র টহল দল অভিযান চালায়। এসময় স্থানীয় চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে বিজিবি’র সাথে সংঘর্ষে জড়ায়। আত্মরক্ষার্থে বিজিবি’র সদস্যরা গুলি চালালে লক্ষ্মীপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে আমিনুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় গ্রামের জালাল উদ্দিনের ছেলে জায়েদুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন বিজিবি’র এক সদস্য।

নিহত আমিনুলের মা কুলসুমা খাতুন বলেন, তার ছেলে দিন মজুরের কাজ করে। ওই এলাকার সুপারি ব্যবসায়ীরা তাকে বর্ডারের কাছে সুপারির বস্তা মাথায় করে নিয়ে যেতে বলে। সেখানে বিজিবি’র সদস্যরা কিছু না বলেই প্রথমে তাকে মারধর করে এবং পরে প্রতিবাদ করলে তাকে গুলি করে হত্যা করে।

এ বিষয়ে ৩১ বিজিবি’র লে. কর্নেল মো. আরিফুর রহমান জানান, রাতে বর্ডারে চোরাই মাল পাচার হচ্ছে শুনে বিজিবি জওয়ানরা সীমান্তে টহল জোরদার করে। ওই সময় ওই চোরাকারবারিরা জওয়ানদের ওপর হামলা চালায়, এতে এক জওয়ান গুরুতর আহত হয় পরে তাদের আত্মরক্ষায় ২ রাউন্ড গুলি চালায়।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ