24 C
আবহাওয়া
২:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ১৪২রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

১৪২রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নবাগত অধিনায়ক লিটন দাস। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস না হওয়ায় দশ ওভার কমিয়ে আনা হয়েছে। এরইমধ্যে সিরিজ হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে কিউইরা। টাইগারদের লক্ষ্য এখন হোয়াইটওয়াশ এড়ানো।

বিএনএ, ক্রীড়া ডেস্ক : টি-২০ সিরিজের  নিউজিল্যান্ড-বাংলাদেশ বৃষ্টি বিঘ্নিত শেষ ম্যাচে ১৪২রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ উইকেটে ২২রান সংগ্রহ করেছে টাইগাররা।

অকল্যান্ডের ইডেন পার্কে বাংলাদেশ সময় বৃহস্পতিবার(১এপ্রিল) দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। তবে বৃষ্টির কারণে টস দেরিতে হয়।

টাইগার দলকে নেতৃত্ব দিচ্ছেন আজ লিটন দাস। আগের দুই টি-টোয়েন্টির মতো শেষ ম্যাচেও খেলতে পারছেন না মুশফিকুর রহিম। হ্যামিল্টনে প্রথম টি-টোয়েন্টিতে বাজে পারফরমেন্সে ৬৬ রানে হারে টাইগাররা।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নবাগত অধিনায়ক লিটন দাস। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস না হওয়ায় দশ ওভার কমিয়ে আনা হয়েছে। এরইমধ্যে সিরিজ হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে কিউইরা। টাইগারদের লক্ষ্য এখন হোয়াইটওয়াশ এড়ানো।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত , আফিফ হোসেন, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:
ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক ব্যাটসম্যান), উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইস সোধি, অ্যাডাম মিলনে ও হামিশ ব্যানেট।

বিএনএ/ ওজি, এসজিএন 

Loading


শিরোনাম বিএনএ