বিএনএ, ঢাকা : কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণের মাধ্যমে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্ব অধিবেশন শুরু হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সর্বোচ্চ ৫ থেকে ৬ দিন চলতে পারে এই অধিবেশন।অধিবেশনে ১০টি বিল পাস করার কথা রয়েছে। বিল পাস ছাড়াও এই অধিবেশনে সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ আলোচনা হতে পারে। অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব নিয়ে আলোচনা শেষে অধিবেশন মূলতবি করা হবে। অধিবেশনটি ৭ এপ্রিল পর্যন্ত চলতে পারে।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই অধিবেশন চলাকালে সংসদ ভবনে প্রবেশের ক্ষেত্রে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। আর অধিবেশন কক্ষে প্রবেশের ক্ষেত্রে করোনা নেগেটিভ সনদের মেয়াদ থাকবে ৪৮ ঘণ্টা। এরপর আবারো টেস্ট করাতে হবে। করোনা ভ্যাকসিন গ্রহণকারীদেরও টেস্ট করাতে হবে।
বিএনএ/ওজি
।