বিএনএ ডেস্ক:পদ্মা ব্যাংক সহজে বিনিময়যোগ্য সম্পদ (এসএলআর) সংরক্ষণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেয়েছে। ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ অব্যাহতি দিয়েছে।
বুধবার (৩১ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক, সরকারের সঙ্গে পরামর্শক্রমে, পদ্মা ব্যাংক লিমিটেডকে (সাবেক দি ফারমার্স ব্যাংক লিমিটেড) ৩১ অক্টোবর ২০১৭ হতে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত মেয়াদের জন্য একই আইনের ৩৩ ধারায় নির্দেশিত সহজে বিনিময়যোগ্য সম্পদ (এসএলআর) সংরক্ষণের বাধ্যবাধকতা হতে অব্যাহতি দিয়েছে।
এর আগেও ব্যাংকটি এসএলআর সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ ছাড় পেয়েছিল।