25 C
আবহাওয়া
১১:২৬ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে থানা লুটের অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামে থানা লুটের অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামে থানা লুটের অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে থানা থেকে লুট হওয়া বিদেশি রিভলবার, দেশিয় অস্ত্র এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে রানী রাস মনিঘাট গোলচত্তর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজন হলেন— মো. মাঈনুর ইসলাম মামুন প্রকাশ রনি (২০) এবং মো. জামাল (২৬)।

বিকেলে নগর পুলিশের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার দুইজন ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। তাদের কাছ থেকে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে তা গত বছরের ৫ আগস্ট থানা থেকে লুট করা। এছাড়াও দুটি ছুরি এবং একটি লোহার রডও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ জানিয়েছেন, আসামিরা যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয়-ভীতি দেখিয়ে মূল্যবান জিনিসপত্র এবং টাকা-পয়সা লুট করে। তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ