25 C
আবহাওয়া
৭:৪৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ভাসানচর গেল আরও ১২৫০ রোহিঙ্গা

ভাসানচর গেল আরও ১২৫০ রোহিঙ্গা


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্প থেকে আরও ১২৫০ রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে কক্সবাজার ছেড়েছেন।  শুক্রবার (১ মার্চ) ভোর রাতে উখিয়ার ডিগ্রি কলেজ মাঠ থেকে নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ভাসানচরে পথে রওয়ানা করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন  ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

তিনি বলেন, উখিয়া-টেকনাফের ক্যাম্প থেকে ২৪তম ধাপে ভাসানচরের উদ্দেশে যাওয়া রোহিঙ্গাদের প্রথমে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে নিয়ে আসা হয়। তাদের মধ্যে নতুন যোগ দেয়া রোহিঙ্গা ছিল এক হাজার ১৪১ জন। এছাড়া ভাসানচর থেকে আত্মীয়-স্বজনের কাছে বেড়াতে আসা ছিলেন ১০৯ জন। সব মিলিয়ে এক হাজার ২৫০ রোহিঙ্গা শুক্রবার ভোরে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম পৌঁছানোর পর চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে তাদের ভাসানচর আশ্রয় শিবিরে স্থানান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ