বিএনএ, ঢাকা: রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুন লাগা ঘটনায় মারা গেলেন তরুণ সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী। তিনি সর্বশেষ মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য রিপোর্ট ডট লাইভে কর্মরত ছিলেন। শাস্ত্রী সেখানে খাওয়া দাওয়া ও কেনাকাটা করতে গিয়ে তিনি মারা যান।
শুক্রবার (১ মার্চ) দুপুরে অভিশ্রুতির মরদেহ শনাক্ত করেন তার সাবেক সহকর্মী দ্য রিপোর্ট ডট লাইভের প্রধান প্রতিবেদক গোলাম রাব্বানী।
তিনি বলেন, অভিশ্রুতি শাস্ত্রীর মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটের মর্গে রয়েছে।আমরা সকালে জেনেছি অভিশ্রুতিকে পাওয়া যাচ্ছে না। পরে বার্ন ইনস্টিটিউটের মর্গে তাকে খুঁজে পাই।
তিনি আরও বলেন, অভিশ্রুতির পরিবারকে জানানো হয়েছে। তারা হাসপাতালে আসছেন।অভিশ্রুতির বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তার পরিবার কুষ্টিয়াতে বসবাস করেন। অভিশ্রুতি রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। রাজধানীর ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন অভিশ্রুতি। স্নাতক অধ্যয়নরত অবস্থায় তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। তিনি দ্য রিপোর্ট ডট লাইভ পোর্টালে জানুয়ারি মাস পর্যন্ত কর্মরত ছিলেন। তার পরিবারের সদস্যরা আসলে আরো বিস্তারিত জানা যাবে।
বিএনএ/ ওজি