বিএনএ, ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সারি সারি পড়ে আছে বেইলি রোডের ভবনে লাগা আগুনে নিহতদের মরদেহ। মরদেহ নিতে মর্গের সামনে অপেক্ষা করছেন নিহতদের স্বজনরা। তাদের আহাজারিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা যেন ভারী হয়ে উঠেছে। শুধু কান্না আর আহাজারি। স্বজনরা এদিকে ওদিকে ছুটাছুটি করতে থাকে এবং একজন আরেকজনকে জড়িয়ে আহাজারি করছেন।
শুক্রবার (১ মার্চ) সকালে সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ও জরুরি বিভাগের সামনে দেখা যায়, আগুনে পুড়ে নিহতদের মরদেহ নিতে আসা স্বজনরা অপেক্ষা করছেন। অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন। কেউ কেউ নিহত স্বজনের স্মৃতি মনে করে বার বার অজ্ঞান হয়ে যাচ্ছেন।ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পাশেই অস্থায়ী তথ্য ও সেবাকেন্দ্র খোলা হয়েছে। সেখানে স্বজনরা পূর্ণ ঠিকানাসহ অন্যান্য কাগজপত্র জমা দিয়ে মরদেহ বুঝে নেওয়ার প্রক্রিয়া শেষ করছেন।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা মেডিকেলের মর্গ থেকে কোনো মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়নি।
ডিএমপির রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ সালমান ফারসী বলেন, এখনো মর্গ থেকে কোনো মরদেহ বের করা হয়নি।
নিহতের স্বজনরা এসেছেন, কাগজপত্র যাচাই-বাছাই চলছে। এর আগে, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মোট ১৩ ইউনিট। এতে এখন পর্যন্ত ৪৩ জন নিহতের তথ্য পাওয়া গেছে । হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন। চিকিৎসকরা জানিয়েছেন তাদের তাদের অবস্থা শঙ্কামুক্ত নয়।
বিএনএ/ আজিজুল, ওজি/হাসনা