28 C
আবহাওয়া
৯:৫৫ পূর্বাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » ২০ বছর পালিয়ে থাকা মৃত্যুদণ্ডের আসামি গ্রেফতার

২০ বছর পালিয়ে থাকা মৃত্যুদণ্ডের আসামি গ্রেফতার


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহে সহোদর ভাইকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত মো. ইসমাইলকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। গ্রেফতার এড়াতে ইসমাইল ২০ বছর পালিয়ে ছিলেন।

বুধবার (১ মার্চ) বিকেলে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দ্বিবাগত রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ইসমাইল জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।

এ বিষয়ে র‍্যাব-১৪ এর সিনিয়র সহকারি পরিচালক মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত ইসমাইল জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। ইসমাইলের সাথে তার সহোদর ভাই ভিক্টিম নিহত ইব্রাহিমের পারিবারিক বিরোধ ছিল। ওই বিরোধের জেরে ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে ইব্রাহিমকে হত্যা করে ইসমাইল। হত্যার পর থেকে ইসমাইল পলাতক ছিলেন। এই ঘটনার পর ২০১২ সালে ইসমাইলকে মৃত্যুদন্ড দেয় আদালত।

বিএনএ/ হামিমুর, এমএফ

Total Viewed and Shared : 112 


শিরোনাম বিএনএ