বিএনএ, ঢাকা: চাকরিরত অবস্থায় ২০২২ সালে ২৯১ পুলিশ সদস্য বিভিন্ন কারণে মারা গেছেন। তারা পুলিশের বিভিন্ন পদমর্যাদায় চাকরি করতেন। এরমধ্যে ১২১ পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় মারা যান।
বুধবার (১ মার্চ) রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে এক আলোচনা সভায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) মাজহারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গেল বছর বিভিন্ন পদমর্যাদার ২৯১ জন পুলিশ সদস্য মারা গেছেন। এর মধ্যে ১২১ জন পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় মারা যান।
মাজহারুল ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতি বছর অনেক পুলিশ সদস্যের মৃত্যু হয়। যারা আত্মত্যাগ করেছেন তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাই।
তিনি বলেন, পুলিশের কল্যাণের বিষয়ে প্রধানমন্ত্রী সবসময় অগ্রাধিকার দিয়ে থাকেন। তার নির্দেশেই পুলিশ কল্যাণ ট্রাস্টসহ নানা রকম কল্যাণমূলক কার্যক্রম চলমান রয়েছে।
এসময় তিনি পুলিশ সদস্যদের আত্মত্যাগের জন্য তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এর আগে, পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশ স্টাফ কলেজে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিএনএ/এমএফ