বিএনএ ডেস্ক, ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস শুরু বুধবার। পঞ্চম শ্রেণি পর্যন্ত সপ্তাহে ছয়দিনই ক্লাস হবে। তবে দুই শিফটে ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে জানান, করোনা সংক্রমণ কমে যাওয়ায় প্রাথমিকের ক্লাস প্রতিদিনই হবে। তবে শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারে, সেজন্য দুই শিফটে ক্লাস নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
ডিজি বলেন, প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের এখনই শ্রেণিকক্ষে ফেরা হচ্ছে না। আরও দুই সপ্তাহ পর্যবেক্ষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএনএ/ এ আর
Total Viewed and Shared : 16