28 C
আবহাওয়া
১০:৪১ পূর্বাহ্ণ - অক্টোবর ১, ২০২৩
Bnanews24.com
Home » মাথাপিছু আয় বাড়লে বাল্যবিয়ে কমবে: পরিকল্পনামন্ত্রী

মাথাপিছু আয় বাড়লে বাল্যবিয়ে কমবে: পরিকল্পনামন্ত্রী

বেতন নিলে সময়মত কাজ করুন : পরিকল্পনামন্ত্রী

বিএনএ ডেস্ক, ঢাকা: দেশে মাথাপিছু আয় বাড়লে বাল্যবিয়ে কমবে। এমন মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বলেন, নানা কারণে বাল্যবিয়ে হয়। আর্থিক অনটনে অনেক সময় মেয়ের বাবা নাবালিকা মেয়েকেও বিয়ে দিয়ে দায় মুক্তি পেতে চান। তাই আমাদের আয় বাড়লে অনেকটা কমবে বাল্যবিয়ে।

মঙ্গলবার (১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০তম চাইল্ড পার্লামেন্ট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে হবে। এখনও আমাদের শহর ও গ্রামে চুপিসারে বাল্যবিয়ে হচ্ছে। এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অনেক সময় দেখি শিশু নিজেই প্রতিবাদ করে, রুখে দাঁড়ায়। প্রতিবাদকরা শিশুদের স্যালুট জানান পরিকল্পনামন্ত্রী। বলেন, সাহস করে এসব কুপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এ সময় দেশের নাগরিকদের গড় আয় নিয়ে মন্ত্রী বলেন, সমাজে অনেকে আছেন যাদের মাসিক গড় আয় ৫ হাজার টাকা। আবার অনেকে আছেন যাদের গড় আয় ৫ কোটি টাকা। এ কারণে একটা শ্রেণি পেছনেই পড়ে থাকছে বলে মনে করেন এম এ মান্নান।

বিএনএ/ এ আর

Total Viewed and Shared : 145 


শিরোনাম বিএনএ