21 C
আবহাওয়া
১০:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » রাশিয়াকে বহিষ্কার করলো ফিফা-উয়েফা

রাশিয়াকে বহিষ্কার করলো ফিফা-উয়েফা


বিএনএ, স্পোর্টস ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সব ধরনের প্রতিযোগিতা থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় বিশ্ব ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা দুটি।

ফিফা এবং উয়েফার তরফে বলা হয়, ‘ফিফা এবং উয়েফা সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় এবং ক্লাব স্তরের রাশিয়ার সব দলকেই ফিফা এবং উয়েফা আয়োজিত প্রতিযোগিতা থেকে সাসপেন্ড করা হবে৷ ফুটবল বিশ্ব এ বিষয়ে ঐক্যবদ্ধ রয়েছে এবং ইউক্রেনের আক্রান্ত মানুষের পাশে রয়েছে৷’

এর ফলে এই বছর কাতার বিশ্বকাপে খেলা হবে না রাশিয়ার। খেলা হবে না ইউরোপীয় ফুটবলেও।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্লে-অফ ম্যাচে পোলান্ডের সঙ্গে রাশিয়ার খেলার কথা ছিল আগামী মাসে। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা রাশিয়াকে নির্বাসিত করায় সেই ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা ইউরোপা লিগে রাশিয়ার ক্লাবগুলি আর খেলতে পারবে না। রাশিয়ার মহিলা ফুটবল দলও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ করতে পারবে না।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ