21 C
আবহাওয়া
১১:১৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ধস নেমেছে রুবেলের!

ধস নেমেছে রুবেলের!


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার মুদ্রা রুবলের দাম সোমবার রেকর্ড পরিমাণ কমেছে৷ দেশটির কেন্দ্রীয় ব্যাংক ক্ষতি পোষাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘কী ইন্টারেস্ট রেট’ সাড়ে নয় শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করেছে৷

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দিনের শুরুতে এক ডলারের বিপরীতে রুবলের মান ছিল ১০০.৯৬৷ হামলা শুরুর আগের দিন বুধবার যেটা ছিল ৮৩.৫৷ আর এক ইউরোর বিপরীতে রুবলের মান ছিল ১১৩.৫২৷ বুধবার যেটা ছিল ৯৩.৫৷

ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার কয়েকটি ব্যাংককে সুইফট ব্যবস্থা থেকে বাদ দিতে শনিবার একমত হয় পশ্চিমা দেশগুলো৷ এছাড়া রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদও বাজেয়াপ্ত করতে একমত হয়েছে তারা৷

পশ্চিমারা আশা করছে, রুবল দুর্বল হয়ে পড়লে মূল্যস্ফীতি বাড়বে৷ এতে জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়ে রুশ নাগরিকরা বিক্ষুব্ধ হয়ে উঠতে পারেন।

আর্থিক নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব স্বীকার করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকোভ বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর প্রভাব আছে৷ কিন্তু সম্ভাব্য ক্ষতি পোষানোর মতো প্রয়োজনীয় সক্ষমতা আমাদের দেশের রয়েছে৷

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ