18 C
আবহাওয়া
১:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » ভাসানচরে রোহিঙ্গারা ভালো আছেন: নৌ এরিয়া কমান্ডার

ভাসানচরে রোহিঙ্গারা ভালো আছেন: নৌ এরিয়া কমান্ডার

ভাসানচরে রোহিঙ্গারা ভালো আছেন

বিএনএ,চট্টগ্রাম: ভাসানচরে রোহিঙ্গারা ভালো আছেন। রোহিঙ্গারা বেশ ভাল স্বাস্থ্য সম্মত পরিবেশে বসবাস করছে।

সোমবার (১ মার্চ) চট্টগ্রামের টাইগারপাসের অস্থায়ী নগর ভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে বাংলাদেশ নৌ বাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক সৌজন্য সাক্ষাত করেন। এসময় চট্টগ্রাম নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার এ কথা বলেন।

এরিয়া কমান্ডার চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এসে পৌঁছালে মেয়র তাঁকে উষ্ণ অভ্যত্থনা জানান ও ফুল দিয়ে বরণ করে নেন। এসময় পারস্পারিক কুশল বিনিময়ের পর নৌ এরিয়া কমান্ডার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন ও সেবামূলক কাজে প্রাতিষ্ঠানিকভাবে তাদের কোন সহায়তার প্রয়োজন হলে তা করার ইচ্ছা পোষণ করলে মেয়র এতে সম্মতি প্রকাশ করেন।

রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কতৃর্পক্ষের পাশাপাশি খাল-নালাগুলো পরিষ্কারে কোন পদক্ষেপ নেয়া হবে কিনা তা জানার আগ্রহ প্রকাশ করলে মেয়র শিঘ্রই ময়লা আবর্জনা ভরে যাওয়া খাল পরিষ্কারের কাজ শুরু করা হবে বলে জানান।

স্বাক্ষাতের সময় কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ