Bnanews24.com
Home » আনোয়ারায় ঝোপের ভিতর যুবকের মরদেহ
অপরাধ চট্টগ্রাম বিভাগ সব খবর

আনোয়ারায় ঝোপের ভিতর যুবকের মরদেহ

আনোয়ারায় ঝোপের ভিতর যুবকের মরদেহ

বিএনএ, আনোয়ারা : আনোয়ারা উপজেলার হাজীগাঁও ঝিওরি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে পুকুর পাড়ের ঝোপঝাড়ে একটি অজ্ঞাত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আনোয়ারা থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, সোমবার (১লা মার্চ) সন্ধ্যায় একটি পুকুর পাড়ের ঝোপে অর্ধগলিত একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশটির পচন ধরে পুরো এলাকায় দূর্গন্ধ সৃষ্টি হয়।

লাশটির পরনে একটি সাদা গেঞ্জি ও লুঙ্গি ছিল। লাশের আনুমানিক বয়স ৩৫- ৪০ বছর। লাশটি কোথাকার কারো জানা নেই।
ধারণা করা হচ্ছে অন্য কোন জায়গা থেকে এনে দুই একদিন আগেই ফেলে রাখা হয়েছে।

এই বিষয়ে আনোয়ারা থানা ডিউটি অফিসার এস আই আউলাদ জানান, খবর পেয়ে থানা ইনচার্জসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

বিএনএনিউজ/এনামুল হক, জেবি