21 C
আবহাওয়া
১১:৪৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কর্মসূচিতে হামলার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিএনএ, কুবি: ডিজিটাল নিরাপত্তা আইনে আটক লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যু ও জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল। সোমবার (১ মার্চ) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এই বিক্ষোভ মিছিল করে তারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভ, প্রচার সম্পাদক আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আশিক, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কিবরিয়া, সজল, আল আমিন, নাঈম এলাহী, কাউছার সহ ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে শাখা ছাত্রদলের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, দেশব্যাপি ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা বিক্ষোভ মিছিল করেছি। জাতীয় প্রেসক্লাবের সামনে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদ ও নিন্দা জানাই।

এসময় মিছিল নিয়ে ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ তাদের বাঁধা দিলে ছাত্রদল নেতারা ক্যাম্পাসে প্রবেশ না করেই ফিরে যায়।

বিএনএনিউজ/হাবিবুর,মনির

Loading


শিরোনাম বিএনএ