22 C
আবহাওয়া
১:০৬ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রাকের ধাক্কায় নানী-নাতনি নিহত

রাজধানীতে ট্রাকের ধাক্কায় নানী-নাতনি নিহত


বিএনএ, ঢাকা : রাজধানীর মিরপুর রূপনগর থানার বেড়িবাঁধ এলাকায় ট্রাকের ধাক্কায় সালমা বেগম (৫৫) ও তার নাতনি রিনিতা মনি (১২) মারা গেছেন। সোমবার(১ মার্)ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরো দুই স্বজন গুরুতর আহত হয়েছে। তারা রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক  রিনিতা মনিকে মৃত ঘোষণা করেন।পরে আশঙ্কাজনক অবস্থায় সালমা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দূপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

নিহতের মেয়ে শিউলি বেগম জানান, ‘আমার মা লালমনিরহাটে থাকেন। এক সপ্তাহ আগে তিনি আমার বাবার কাছে মোহাম্মদপুরে আসেন। আজ সকালে মা, ভাই ও দুই বোনের মেয়ে সিএনজি করে আশুলিয়ার জামগড়া এলাকায় আমার বাসায় আসছিলেন। মিরপুর বেড়িবাঁধ এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাদের সিএনজিকে ধাক্কা দেয়। এতে সবাই গুরুতর আহত হন।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমার ভাই মো. সালেক (৩২) ও আরেক ভাগ্নি রিয়া মনি (১৪) গুরুতর আহত হয়েছে। তারা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন।’

বিএনএ/আহা, ওজি

Loading


শিরোনাম বিএনএ