15 C
আবহাওয়া
১১:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » চন্দনাইশ প্রেস ক্লাবের নতুন নেতৃত্বে দেলোয়ার- এরশাদ

চন্দনাইশ প্রেস ক্লাবের নতুন নেতৃত্বে দেলোয়ার- এরশাদ


বিএনএ, চন্দনাইশ(চট্টগ্রাম ): চন্দনাইশ প্রেস ক্লাবের ২০২১-২৩ সালের কার্যকরী পরিষদে মো. দেলোয়ার হোসেন (দৈনিক পূর্বকোণ)কে সভাপতি, মো.এরশাদ (দৈনিক আজাদী) কে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
গত ২৭ ফেব্রুয়ারী বিকালে চন্দনাইশ প্রেস ক্লাবে কমিটি গঠন উপলক্ষে এক সভা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।নতুন কমিঠির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান বাবুল (দৈনিক যুগান্তর), সহ-সভাপতি এম এ মুছা (সংবাদ), আবু তালেব আনসারী (ভোরের কাগজ), মাও. মোজাহেরুল কাদের (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক- সৈকত দাশ ইমন (বাংলাদেশ সমাচার), সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম (দেশ রূপান্তর), সহ-সাংগঠনিক সম্পাদক-আজিমুশ শানুল হক দস্তগীর (আজকের পত্রিকা), অর্থ-সম্পাদক-মো. শাহাদাত হোসেন (পূর্বদেশ), প্রচার সম্পাদক- কামরুল ইসলাম মোস্তফা (ইনফো বাংলা), দপ্তর সম্পাদক এম এ হামিদ (কোয়ালিটি টিভি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- মো. ছাদেক হোসেন (স্টার বাংলা-২৪), ক্রীড়া সম্পাদক-মো. মঈনুদ্দিন (আমার সংবাদ), ধর্ম বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (দৈনিক দেশবার্তা), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- এস এম জাকির (আলোকিত বাংলাদেশ),
সদস্যরা হলেন- এম এ রাজ্জাক-(প্রথম আলো), এস এম রহমান-(নয়া দিগন্ত), গোলাম সরোয়ার-(আজকের সূর্যোদয়), মো. নাছির উদ্দিন (বিজয় টিভি), মো. ফয়সাল চৌধুরী (সি প্লাস), জনি আচার্য্য (মাতৃভূমি), মো. শহীদুল ইসলাম (মানবকন্ঠ), মো. জাহাঙ্গীর আলম (স্বাধীন সংবাদ), ফায়জুল হক দস্তগীর-(স্টার বাংলা-২৪), আরাফাত হোসেন-( আলোকিত দেশ), ইফতেখার নূর তিশন- (আসিউশ বাংলা টিভি), তৌফিকুল আলম চৌধুরী, মাও. রেজাউল করিম তালুকদার, সোহেল মো. ফখরুদ্দিন, শিবলী ছাদেক কপিল, শাহজাহান আজাদ, আলমগীরুল ইসলাম বঈদী, মাসুদ পারভেজ প্রমুখ।

বিএনএ/আবু তাহের, ওজি

Loading


শিরোনাম বিএনএ