বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর আইস ফ্যাক্টরি রোডের বরিশাল কলোনীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটে হামলা চালিয়ে দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা দ্রুত আইনগত ব্যবস্থা নিচ্ছে।
জিডির তথ্য অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের নিয়ম মেনে ২০১৮ সালের ১ জুলাই আইস ফ্যাক্টরি রোড ব্যবসায়ী সমবায় সমিতি ও চুনার গুদাম ট্রাক মালিক ব্যবসায়ী সমিতি লিমিটেড খালি জায়গার বরাদ্দ পায়।
পরবর্তীতে এসব সমিতি নিজেদের উদ্যোগে টিনশেড দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে। তবে সম্প্রতি চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ী নিজেদের ‘বাস্তুহারা’ দাবি করে মার্কেটের ব্যবসায়ীদের হুমকি দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে প্রায় ৫০ জনের একটি দল মার্কেটে প্রবেশ করে হামলা চালিয়ে দখলের চেষ্টা করে। তারা সমিতির সভাপতি ও সম্পাদককে খুঁজতে থাকে এবং ভাঙচুর চালায়।
এ ঘটনায় সমিতির সদস্য মতিউর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় রুহুল আমিন, সাহাব উদ্দিন, মো. আলী ও ফারুকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (নম্বর: ৩৪) করেছেন। অভিযোগে বলা হয়েছে, এর আগেও ২৮ জানুয়ারি একই গোষ্ঠী মার্কেট দখলের চেষ্টা করেছিল।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম বলেন, একটি জিডি করা হয়েছে এবং আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্যবসায়ীরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে তারা নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারেন।
বিএনএনিউজ / নাবিদ