বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির উদ্যােগে উপজেলার ১০০০ গরীব দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার গুনাগরী কজিম চৌধুরী ভবনের সামনে এই শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক আলহাজ্ব কামাল মোস্তফা চৌধুরী।
স্ট্যান্ডার্ড ব্যাংক খাতুনগঞ্জ শাখার প্রধান ভিপি শাব্বির আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,ইউনেস্কো ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হাসান মিনু, সহ সভাপতি নীলরতন দাশ গুপ্ত, সদস্য মাহবুব উর রহমান, স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ পিএলসির পরিচালক তাজমীম মোস্তফা চৌধুরী, স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ পিএলসির পরিচালক তানভীর মোস্তফা চৌধুরী, স্ট্যান্ডার্ড ব্যাংক ক্যাপিটেল ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ইনতিশার মোস্তফা চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের জুবলী রোড শাখার এসএভিপি ও শাখা প্রধান নুর মোহাম্মদ রাহাত হোসেন, বহদ্দারহাট শাখার এসএভিপি ও শাখা প্রধান মোহাম্মদ শহিদ উল্লাহ, গুনাগরী শাখার এফএভিপি ও শাখা প্রধান অলক তালুকদার, পাঁচলাইশ শাখার এফএভিপি ও শাখা প্রধান মোহাম্মদ জাহেদুল ইসলাম, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, সেক্রেটারী আবদুল মতলব কালু, অর্থ সম্পাদক দিদার হোসাইন,ব্যাংকের নিবাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম চৌধুরী (জুয়েল), মোহাম্মাদ আব্দুল আলীম,মোহাম্মাদ মহিউদ্দীন, মোহাম্মদ আলমগীর চৌধুরী, নিজাম উদ্দিন চৌধুরীসহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী