23 C
আবহাওয়া
৯:৫৬ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » পবিত্র কাবায় তারাবির নামাজ পড়াবেন ৭ ইমাম

পবিত্র কাবায় তারাবির নামাজ পড়াবেন ৭ ইমাম

পবিত্র কাবায় তারাবির নামাজ পড়াবেন ৭ ইমাম

বিএনএ, ইসলামিক ডেস্ক: পবিত্র রমজান মাসে মক্কার কাবা শরিফে তারাবির নামাজ পরিচালনা করবেন সাত ইমাম। শুক্রবার (৩১ জানুয়ারি) পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি এই সাত ইমামের নাম প্রকাশ করে এবং তাদের তারাবির নামাজ পড়ানোর দায়িত্ব প্রদান করেন।

রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা সাপেক্ষে শনিবার (০১ মার্চ) থেকে পবিত্র মাহে রমজান মাস ২০২৫ শুরু হতে পারে। সৌদিতে ইতোমধ্যে শাবান মাস শুরু হয়েছে, যার ২৯তম দিন হবে ২৮ ফেব্রুয়ারি। এদিন দেশটির চাঁদ দেখা কমিটি রমজানের নতুন চাঁদ দেখার জন্য বৈঠকে বসবে। যদি চাঁদ দেখা যায়, তবে পরদিন শনিবার (০১ মার্চ) রমজান শুরু হবে। অন্যথায়, রোববার (০২ মার্চ) থেকে রমজান মাস গণনা শুরু হবে।

তারাবি নামাজ ও এর গুরুত্ব
রমজান মাসে এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করা হয়। এটি একটি সুন্নত নামাজ, যা রাতের তাহাজ্জুদ নামাজের সমতুল্য। তবে, তাহাজ্জুদ গভীর রাতে একাকী আদায় করাই উত্তম। নবী মুহাম্মদ (সা.) তাহাজ্জুদের নির্ধারিত সময়ের আগেই তারাবির নামাজ জামাতে আদায় করতেন এবং সাহাবিদেরও তা আদায়ের জন্য উৎসাহিত করতেন।

দুই পবিত্র মসজিদে তারাবির আয়োজন
বিশ্বের বিভিন্ন মসজিদের মতো মক্কার কাবা শরীফ ও মদিনার মসজিদে নববীতেও রমজান মাসে বিশেষ তারাবি নামাজ অনুষ্ঠিত হয়। হাজার হাজার মুসল্লি এ নামাজে অংশগ্রহণ করেন। এ ছাড়া, বিশ্বের কোটি কোটি মুসলমানের জন্য এ নামাজ টেলিভিশন ও অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়।

রমজান মাসে ওমরাহ পালনকারীদের সংখ্যা সবচেয়ে বেশি থাকে, যার ফলে মক্কা ও মদিনায় মুসল্লিদের ঢল নামে। এ সময়ে তারাবির নামাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অভিজ্ঞ ও যোগ্য ইমামদের নির্বাচন করা হয়।

কাবায় তারাবি পড়াবেন যারা
মক্কার গ্র্যান্ড মসজিদে তারাবির নামাজে নেতৃত্ব দেবেন সাতজন ইমাম। তারা হলেন— শেখ আব্দুর রহমান আস সুদাইস, শেখ মাহের আল মুয়াইকলি, শেখ আব্দুল্লাহ জুহানি, শেখ বান্দার বালিলাহ, শেখ ইয়াসির দাওসারি, শেখ বদর আল তুর্কি ও শেখ ওয়ালিদ আল শামসান।

প্রেসিডেন্সি জানিয়েছে, খুব শিগগিরই রমজানের তারাবির পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে। বিশ্বজুড়ে মুসলমানরা এই মহিমান্বিত মাসে তারাবির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর দুই পবিত্র মসজিদে তা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ