বিএনএ, বিশ্বডেস্ক : মিয়ানমারের গণতন্ত্রপন্থী জাতীয় ঐক্য সরকারের সশস্ত্র শাখা পিপলস ডিফেন্স ফোর্সের অতর্কিত হামলায় অন্তত ২২ জান্তা সেনা নিহত হয়েছে। আটক হয়েছে ৮ সেনা। বৃহস্পতিবারের (৩০ জানুয়ারি) মান্দালয় অঞ্চলের নাটোগি টাউনশিপে এই হামলাটি চালানো হয়। খবর ইরাবতি।
এক বিবৃতিতে পিপলস ডিফেন্স ফোর্স বলেছে, সংঘর্ষের পর আমরা ক্যাপ্টেন অং জাও মিনসহ জান্তা সেনার ২১ জনের লাশ উদ্ধার করেছি। পরে আমরা খবর পাই, মেজর ইয়ান লিন অং আহত অবস্থায় পশ্চাদপসরণের সময় মারা গিয়েছেন। আমরা ৮ জান্তা সেনাকে আটকও করেছি।
অং সান সু চির বেসামরিক সরকারকে সেনাবাহিনীর উৎখাতের মধ্য দিয়ে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। দীর্ঘ সংঘাতময় পরিস্থিতিতে জান্তা সারকার চলতি বছর একটি নির্বাচন করার পরিকল্পনা করছে। লড়াই, অর্থনীতি ভেঙে পড়া এবং কয়েক ডজন রাজনৈতিক দল নিষিদ্ধ বা অংশ নিতে অস্বীকার করা সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠানের জন্য দৃঢ়প্রতিজ্ঞ জান্তা।
তবে সামরিক সরকারের বিরোধীরা ভোট বানচাল করার পরিকল্পনা করছে এবং অন্যান্য দেশকে এই ফলাফলকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলছে, এই নির্বাচন হবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে।
বিএনএনিউজ/এইচ.এম।