23 C
আবহাওয়া
৮:৪৭ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

বোয়ালখালী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

বোয়ালখালী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

বিএনএ, চট্টগ্রাম: বোয়ালখালী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সৈয়দপুর নুর কাশেম একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিক্ষক ও সাংবাদিক সেকান্দর আলম বাবর। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম তালুকদার।

প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহীনুর কিবরিয়া মাসুদ।

সভায় সংগঠনের সংবিধান খসড়া অনুমোদন, বৃত্তি চালু, ক্রীড়া কার্যক্রম গতিশীল করা, বার্ষিক পুর্নমিলনী অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণে একমত হন। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপস্থিত সকলকে মাতিয়ে রাখেন শিক্ষকরা।

আরও পড়ুন: বাংলাদেশের সমস্ত অন্যায় অবিচার শহীদরা আত্মদানের মাধ্যমে অবসান ঘটিয়েছেন -আদিলুর রহমান

এতে বক্তব্য রাখেন কার্যকরী পরিষদের আবুল হাশেম সিকদার, শাহজাদা সানাউল্লাহ ফারুকী, এম. রবিউল করিম, মনজুর মোরশেদ, মোহাম্মদ জাহাঙ্গীর, শামসুন নাহার, সাজ্জাদ হোসেন, শামীম আকতার, সাধারণ সদস্য জাফর আহমেদ, আবদুল মান্নান, তাজুল ইসলাম রাসেল, মফিজুর রহমান, কৃঞ্চ গোপাল, রেজাউল করিম, শামসুর নাহার, জয়বুন্নেচ্ছা, শ্রিপ্রা চক্রবর্তী, ইব্রাহিম তালুকদার প্রমুখ।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ