বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় অটোরিকশা (সিএনজি) ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি ) ভোর ৬টার দিকে উপজেলার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, ভোর ৬টার দিকে ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী বাসটি বিপরীত দিক থেকে আসা নম্বরবিহীন একটি সিএনজির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আরেকটি সিএনজির সাথে সংঘর্ষ হয়।
ঘটনার পর পরই আশপাশের লোকজন ফায়ার সার্ভিস ও প্রশাসনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বিএনএনিউজ/ আরএস/শাম্মী