বিএনএ,ডেস্ক : গাজায় চতুর্থ দফায় বন্দি বিনিময়ের মাধ্যমে আজ শনিবার ইসরায়েলি কারাগার থেকে ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। বিনিময়ে হামাস তিনজন ইসরায়েলিকে মুক্তি দেওয়ার জন্য শনাক্ত করেছে। তারা হলেন ওফের কালদেরন, কিথ সিগেল এবং ইয়ার্ডেন বিবাস।
আল জাজিরার খবরে বলা হয়, গত বৃহস্পতিবার হামাস থাইল্যান্ডের পাঁচজন ও তিন ইসরায়েলিকে মুক্তি দেয় । ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পায় ১১০ জন ফিলিস্তিনি।
এ দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিদেশে চিকিৎসার প্রয়োজনে ৫০ জন ফিলিস্তিনিকে মিশরের সঙ্গে পুনরায় খোলা রাফাহ ক্রসিং দিয়ে গাজা ত্যাগ করার অনুমতি দেওয়া হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৪৭ হাজহার ৪৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১১ হাজার ৫৮০ জন আহত হয়েছে। সেদিন হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে কমপক্ষে ১১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশিকে বন্দী করা হয়েছিল।
বিএনএ/ ওজি/শাম্মী