26 C
আবহাওয়া
২:৪৬ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » পর্যটকদের জন্য সেন্টমার্টিন ভ্রমণ বন্ধ ৯ মাস

পর্যটকদের জন্য সেন্টমার্টিন ভ্রমণ বন্ধ ৯ মাস

পর্যটকদের জন্য সেন্টমার্টিন ভ্রমণ বন্ধ ৯ মাস

বিএনএ, কক্সবাজার: সাধারণত প্রতি বছরের ১ অক্টোবর-৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ করে । এবার দুই মাস আগেই সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিল সরকার।
ব্যবসায়ীদের দাবি অন্তত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যেন সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত রাখা হয়।

শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে ৯ মাসের জন্য কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপটি ভ্রমণের সময়সীমা গতকাল (৩১ জানুয়ারি) শেষ হয়েছে।

সূত্র জানায়, সাধারণত প্রতি বছরের ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত করে থাকে। কিন্তু চলতি বছর দুই মাস আগেই সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিল সরকার। অর্থাৎ ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।এর ফলে আজ থেকে পরবর্তী ৯ মাস পর্যটকদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে প্রবাল এই দ্বীপ। এ সময়ে বন্ধ থাকবে কক্সবাজার থেকে জাহাজ চলাচল। ফলে কোনো পর্যটকের সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়ার সুযোগ আর থাকছে না।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন জানান, ‘৩১ জানুয়ারির পর সেন্ট মার্টিনগামী জাহাজ গুলো আর চলাচল করতে পারবে না। এই সময়ের পর আর কোনো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যেতে পারবে না। তবে সরকার যদি ভ্রমণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে নতুন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।

ব্যবসায়ীরা জানান, সরকারের এ সিদ্ধান্তে নানা ধরণের সংকটের শংকায় সেন্টমার্টিনের ব্যবসায়ীরা । দুই মাস আগেই দ্বীপে পর্যটক আসা বন্ধ হয়ে গেলে নানামুখী সংকটে পড়বেন এখানকার বাসিন্দারা। দ্বীপে শত শত মানুষ পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত। তাই মানবিক দিক বিবেচনায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত রাখার দাবি আমাদের।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ