16 C
আবহাওয়া
৯:৪৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই পদে নতুন মুখ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই পদে নতুন মুখ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই পদে নতুন মুখ

বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গুরুত্বপূর্ণ দুটি প্রশাসনিক পদে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে যোগ দেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. তারিকুল হাসান। একইদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ পদ- পরীক্ষা নিয়ন্ত্রকেও এসেছে নতুন মুখ।

বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম খান ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গত ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের আয়োজনে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হল সমাপনীতে রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাঁর বক্তব্যে বলেছিলেন, “আমাদের কন্ট্রোলার সেকশনে সমস্যা আছে; বিষয়টি আমাদের স্বীকার করতেই হবে। গোটা সিস্টেমটাকে আধুনিকায়ন করার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে।”

উপাচার্য এ ঘোষণা দেবার ৬ দিনের মধ্যেই কন্ট্রোলার সেকশনে পরিবর্তন আসলো।

এছাড়া, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের স্থলাভিষিক্ত হলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. তারিকুল হাসান।

বিএনএনিউজ/ সৈয়দ সাকিব/ বিএম/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ