বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে দুইদিনব্যাপী আজিমুশশান ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) মাহফিল বুধবার (৩১ জানুয়ারি) সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা, এতিম মেয়ের বিয়ে, পবিত্র খতমে কোরআন মাজিদ, পবিত্র সহিহ্ বোখারী শরিফ, গাউছিয়া খতম ও বিনামূল্যে ইসলামী কিতাব বিতরণ করা হয়।
এর আগে মঙ্গলবার (৩০ জানুয়ারি) রহমাতুল্লিল আলামীনের (দ.) শুভ আগমন ও ওরছে গাউসুল আজম দস্তগীর (রা.) উদযাপন উপলক্ষে গোলামানে গাউসুল আজম দস্তগীর (রা.) সংগঠনের ব্যবস্থাপনায় বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর কঞ্জুরী খানকায়ে গাউসুল আজম দস্তগীর (রা:) প্রাঙ্গণে দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথম দিনের মাহফিলে সভাপতিত্ব করেন গোলামানে গাউসুল আজম দস্তগীর (রাঃ) সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন। আলোচক ছিলেন আল্লামা কাজী মঈনউদ্দিন আশরাফী, আল্লামা মুফতি মুহাম্মদ মাসউদ রিজভী ও কাজী শাহী এমরান কাদেরী।
দ্বিতীয় দিনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সেলিম। আলোচক ছিলেন মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, মাওলানা মুহাম্মদ ইকবাল হোসাইন আল-কাদেরী ও পীরজাদা মাওলানা সৈয়দ শাহ মুহাম্মদ আশেকুল বারী।
বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন। পবিত্র সহিহ্ বোখারী শরিফের মোনাজাত পরিচালনা করেন ড. মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম আযহারী।
আরও পড়ুন: বোয়ালখালীতে গোলামানে গাউসুল আজম দস্তগীর সংগঠনের ফ্রি চিকিৎসা সেবা
বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রেজাউল করিম সিকদার, ডা. মো. আবদুল মাবুদ, ডা. মো. আরাফাত চৌধুরী, ডা. বুবলি ধর, ডা. সানজিদা মোস্তারি প্রমি এবং ডা. উম্মে ওয়ারা উপস্থিত ১ হাজারের অধিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী